বিআরডিবি প্রদত্ত সেবাসমূহঃ ১। ক্ষুদ্র এবং মাঝারি কৃষকগণ কৃষক সমবায় সমিতি এবং মহিলারা মহিলা সমবায় সমিতির সদস্য হতে পারেন। ২। ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক চাষী এবং বিত্তহীন পুরষ ও মহিলারা যথাক্রমে পুরষ ও মহিলা দলের সদস্য হতে পারেন। ৩। গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন, কায়িক পরিশ্রমের উপর নির্ভরশীল, স্থায়ী আয়ের অন্য কোন উৎস্য নেই, অন্য কোন সংগঠনের সাথে সম্পৃক্ত নয় বা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট ঋণী নয় এমন ১৮ থেকে ৫৫ বছরের যে কোন পুরষ ও মহিলা বিত্তহীন পুরষ/মহিলা দলের সদস্য হতে পারেন। ৪। সদস্য পদ গ্রহণের পর দলে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন সাপেক্ষে ১জন সদস্য ৩ মাসের মধ্যে ঋণ পেতে পারেন। ৫। কোন রকম জামানত ছাড়া ২০০৩ এর ক্ষুদ্র ঋণ নীতিমালার আলোকে ঋণ প্রদান করা হয়। ৬। উপকারভোগীরা সামাজিক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কল্পে আয়বর্ধক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ পেয়ে থাকেন। ৭। আয়বৃদ্ধি মূলক কর্মকান্ড বাসত্মবায়নের জন্য উপকারভোগী সদস্য ৫,০০০/= টাকা থেকে ২৫,০০০/= টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকেন। ৮। ঋণের যাবতীয় কাগজপত্র উপজেলা বিআরডিবি দপ্তর থেকে সরবরাহ করা হয়ে থাকে। ৯। উপকারভোগী সদস্যগণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে নিজসব পুঁজি গঠন করে থাকেন। ১০ পরিবারের ২জন সদস্য (১জন পুরষ ১জন মহিলা) পৃথক পৃথক ভাবে পুরষ ও মহিলা দলের সদস্য হতে পারেন। বিআরডিবির সেবা সম্পর্কে বিসত্মারিত জানার জন্য উপজেলা পলস্নী উন্নয়ন অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে। বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড,নোয়াখালী জেলা দপ্তরের মাধ্যমে নিম্নবর্ণিত সেবা সমূহ প্রদান করা হয় মূল কর্মসূচীসহ অন্যান্য সকল প্রকল্প/কর্মসূচী এর আওতায় সমিতি/দল গঠন সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়ঃ v সোনালী ব্যাংক ঋণ, আবর্তক কৃষি ঋণসহ সকল প্রকল্পের ঋণ বিতরণ সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়। v সচেতনতা বৃদ্ধি,নেতৃত্বের বিকাশ, ব্যবসহাপনা, হিসাব ব্যবসহাপনাসহ পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়। v বৃক্ষরোপন, মৎস্য চাষ, উন্নত চুল্লীর ব্যবহার ও স্যানিটেশন সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মকান্ডে সহযোগিতা। v সেচযন্ত্র বিতরণ এবং বাজারজাতকরণ সম্পর্কে অবহিতকরণ। v নারী, শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা। v কৃষি উপকরণ সংগ্রহ, সরবরাহ ও ব্যবহারে সহযোগিতা। v জেলা অথবা জেলার আওতাধীন উপজেলা পর্যায়ের যে কোন অভিযোগের প্রতিকার বিধান। v জেলা দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী সংশ্লিষ্ট সকলের সংগে ভাল আচরণ করতে অঙ্গীকারবদ্ধ। |